অস্ত্রের মুখে শিশু ধর্ষণচেষ্টাকারীকে পুলিশে দিল এলাকাবাসী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০১:৩১ এএম, ১৭ জানুয়ারি ২০২০
প্রতীকী ছবি।

নাটোর শহরতলীর বনবেলঘড়িয়া আদর্শগ্রাম এলাকায় তৃতীয় শ্রেণিপড়ুয়া এক মাদরাসাছাত্রীকে অস্ত্রের মুখে ধর্ষণচেষ্টাকারী মাসুদকে (৪৮) পুলিশে দিয়েছে এলাকাবাসী। গত মঙ্গলবার এ ঘটনা ঘটলেও বৃহস্পতিবার রাতে মাসুদকে পুলিশে সোপর্দ করা হয়।

এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে শিশুটি বাড়ির পাশে খেলছিল। ওই সময় বাড়ির পাশের একটি পুকুরের পাহারাদার মাসুদ শিশুকে মাছ দেয়ার কথা বলে ডেকে নেয়। শিশুটি পুকুরপাড়ে গেলে মাসুদ তার গলায় ছুরি ধরে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে মাসুদ পালিয়ে যায়।

বৃহস্পতিবার রাতে মাসুদ এলাকায় ফিরলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ মাসুদের ছুরি উদ্ধার করে। বৃহস্পতিবার রাতেই শিশুর বাবা অভিযুক্ত মাসুদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা করেছেন।

রেজাউল করিম রেজা/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।