মেঘনায় ফের দুই লঞ্চের সংঘর্ষ, আহত ৬

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০২:৫৫ এএম, ১৭ জানুয়ারি ২০২০
ফাইল ছবি।

চাঁদপুরের মেঘনা নদী‌তে পাঁচ দিনের ব্যবধানে আবারও দুই লঞ্চের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ছয়জন। এদের মধ্যে চারজনকে চাঁদপুরে নামিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে চাঁদপুরের আলুবাজার ও ঈশানবালার মধ্যবর্তী মেঘনা নদীতে এমভি প্রিন্স আওলাদ-৪ ও এমভি টিপু-১২ লঞ্চের মধ্যে এ সংঘর্ষ ঘটে। আহতরা সবাই এমভি প্রিন্স আওলাদ-৪ লঞ্চের যাত্রী।

জানা গেছে, এমভি প্রিন্স আওলাদ-৪ লঞ্চটি বরিশালের হিজলা থেকে ঢাকা যাচ্ছিল। আর এমভি টিপু-১২ লঞ্চটি ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়ার উদ্দেশে যাত্রা করে।

এমভি টিপু-১২ লঞ্চের সুপারভাইজার লিটু দাস জানান, এমভি টিপু-১২ লঞ্চের সুকানের চেইন ছিড়ে যাওয়ায় তা মেরামত করা হচ্ছিল, বিপরীত দিক থেকে এমভি আওলাদ-৪ লঞ্চটি এসে পড়ায় সংঘর্ষ ঘটে।

এর আগে, গত রোববার দিবাগত রাতে ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে মা ও তার এক শিশুসন্তান নিহত হন। এতে আহত হন আরও আট যাত্রী।

সাইফ আমীন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।