আক্কেলপুরে দিনে-দুপুরে নারীকে গলাকেটে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ১৯ জানুয়ারি ২০২০
ফাইল ছবি

জয়পুরহাটের আক্কেলপুরে সপ্তমী রানী বসাক (৫০) নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুরে উপজেলার রায়কালী বাজারে এ ঘটনা ঘটে। নিহত নারী রায়কালী বাজারের কাপড় ব্যবসায়ী বিশ্বনাথ বসাকের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আক্কেলপুর উপজেলার রায়কালী বাজারের কাপড় ব্যবসায়ী বিশ্বনাথ বসাক প্রতিদিনের ন্যায় তার স্ত্রী সপ্তমী রানী বসাককে বাড়িতে রেখে রায়কালী বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে যান। ওইদিন তার সন্তান নারায়ণ ও পুত্রবধূ আক্কেলপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যান। আনুমানিক দুপুর ৩ টার দিকে দুপুরের খাবার খেতে বিশ্বনাথ বসাক বাড়িতে এসে দেখেন তার স্ত্রী রক্তাক্ত ও গলাকাটা অবস্থায় ঘরে পড়ে আছেন। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। মুহূর্তের মধ্যে হত্যার খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছান।

আক্কেলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, অর্থনৈতিক লেনদেন জনিত কারণে পূর্ব শত্রুতার জের ধরে এ ধরনের হত্যাকাণ্ড ঘটতে পারে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সেই সঙ্গে হত্যাকারীদের গ্রেফতারের ব্যাপারে অভিযান চলছে।

রাশেদুজ্জামান/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।