সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৮:২২ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০২০
ফাইল ছবি

লক্ষ্মীপুরের রায়পুরে ট্রাক ও দুই মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মো. সোহেল (৩০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের জনতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় কাঞ্চন ও রাজন নামে দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

নিহত সোহেল সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের খিদিরপুর গ্রামের নুর নবীর ছেলে ও সৌদি প্রবাসী। তিনি দুই মাস আগে ছুটি নিয়ে বাড়িতে এসেছেন।আহতরাও একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় লক্ষ্মীপুর থেকে মোটরসাইকেলে প্রবাসী সোহেল রায়পুর যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেল ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী সোহেল, রাজন ও কাঞ্চন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। পরে সোহেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে ঘটনাস্থল থেকে ট্রাক ও একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

রায়পুর থানার ডিউটি অফিসার ও উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের জন্য সোহেলের বাবা নুরনবী থানায় লিখিত আবেদন করেছেন। এর প্রেক্ষিতে মরদেহ তাদেরকে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা নিয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগের ব্যাপারে অপারগতা প্রকাশ করেছেন।

কাজল কায়েস/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।