অস্ত্র মামলায় ইউপি চেয়ারম্যানের ১০ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৭:০৫ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২০
প্রতীকী ছবি

অস্ত্র মামলায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বুলবুল খানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) হবিগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল আদালত-৪ এর বিচারক মোহাম্মদ শহিদুল আমিন এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের ডিএডি সৈয়দ আবুল হাশেমের নেতৃত্বে একদল র্যাব সদস্য ২০১২ সালের ১৫ মার্চ রাতে নিশাপট গ্রামের বাসিন্দা ইউপি চেয়ারম্যান বুলবুলের বাড়িতে অভিযান চালায়। তার স্বীকারোক্তি মতে বাড়ির একটি সোফার নীচ থেকে একটি অবৈধ রিভলভার উদ্ধার করা হয়। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানায় অস্ত্র মামলা করা হয়। পরে তদন্ত শেষে তার বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। রাষ্ট্রপক্ষে ২২ জন সাক্ষীর মধ্যে ১৪ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা শেষে বিজ্ঞ বিচারক আজ এ রায় দেন। রায় ঘোষণাকালে আসামি বুলবুল খান আদালতে উপস্থিত ছিলেন।

আসামিপক্ষের আইনজীবী জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।