বয়লার বিস্ফোরণে প্রাণ গেল শ্রমিকের
হবিগঞ্জের নবীগঞ্জে ধান সেদ্ধ করার বয়লার বিস্ফোরণে নাসির মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ওসমানী সড়কের টেকাদীঘিতে এ ঘটনা ঘটে।
নিহত নাসির উপজেলার গোপিবাগ এলাকার আব্দুর রশিদের ছেলে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে উপজেলার ওসমানী সড়কের টেকাদীঘিতে বয়লারে ধান সেদ্ধ করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই শ্রমিক নাসিরের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন তিনজন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।
নবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বয়লারটি অনেক পুরাতন। হয়তো এ কারণেই বিস্ফোরণ ঘটেছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএআর/পিআর