২৪ শিক্ষার্থীকে বৃত্তি দিল প্রাণ-আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্ক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২০
শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দিচ্ছেন প্রাণ-আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্মকর্তারা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে প্রাণ-আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কের উদ্যোগে নুরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও মোজাহের উচ্চ বিদ্যালয়ের ২৪ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়েছে।

প্রতি মাসে নুরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও মোজাহের উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের এ বৃত্তি দেয়া হয়। বুধবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের মহাব্যবস্থাপক হাসান মো. মঞ্জুরুল হক।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ এহসানুল হাবিব জয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের সহকারী ব্যবস্থাপক মিথুন দাস, মোজাহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন বাবর, নুরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. গুলজার মিয়া, সহকারী শিক্ষক সত্য চন্দ্র বসাক ও নজরুল ইসলাম প্রমুখ।

rfl1.jpg

অনুষ্ঠানে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের মহাব্যবস্থাপক হাসান মো. মঞ্জুরুল হক বলেন, প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক শায়েস্তাগঞ্জের অলিপুরে স্থাপিত হওয়ার পর থেকে পার্কের পার্শ্ববর্তী দুটি শিক্ষা প্রতিষ্ঠান; মোজাহের উচ্চ বিদ্যালয় ও নুরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে আসছে। প্রাণ-আরএফএল গ্রুপ দেশের শিক্ষা খাতকে অনেক মূল্যায়ন করে। এরই অংশ হিসেবে প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিটি কারখানার পাশেই প্রাণ-আরএফএল পাবলিক স্কুল নামে শিক্ষা প্রতিষ্ঠান করা হয়েছে। শিশুদের সুযোগ-সুবিধা দিতে অলিপুরে আমরা ইতোমধ্যে স্কুল প্রতিষ্ঠা করেছি। আমাদের ওই স্কুলে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিসহ নানা সুযোগ-সুবিধা দেয়া হয়।

আলীম রিয়াদ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।