ভারতীয় দুই ট্রাকের মাঝে পিষ্ট হয়ে বাংলাদেশি শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১১:১৩ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০২০

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারতের দুই ট্রাকের মাঝে পিষ্ট হয়ে দুলাল সরকার নামে বাংলাদেশি এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুলাল সরকার সাতক্ষীরা শহরের ফুলতলা গ্রামের বুলিন সরকারের ছেলে।

ভোমরা বন্দরের শ্রমিকরা জানান, ভারতীয় পাথরের গাড়ি আনলোড করার সময় দুই ট্রাকের মাঝে পড়েন শ্রমিক দুলাল সরকার। এতে দুই ট্রাকের চাপে পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিত সরকার বলেন, ভারতীয় দুই ট্রাকের চাপে পিষ্ট হয়ে শ্রমিক দুলাল সরকার নিহত হয়েছেন। তার মরদেহটি উদ্ধার করা হয়েছে। ট্রাক দুটি আটক করা হয়েছে।

আকরামুল ইসলাম/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।