উত্তরপত্র সরবরাহ করায় ৩ শিক্ষকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৩:৪১ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২০

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে প্রশ্নপত্রে উত্তর লিখে সরবরাহ করার দায়ে কেন্দ্র সচিবসহ তিন শিক্ষককে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টায় হবিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কেন্দ্র সচিব নাসির উদ্দিন, পঞ্চাশ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের প্রভাষক দ্বিপন চন্দ্র পাল ও একই স্কুলের সহকারী শিক্ষক কামাল উদ্দিন।

জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান জানান, রোববার দুপুরে পঞ্চাশ উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে এসএসসির ইংরেজি ২য় পত্রের পরীক্ষা চলাকালে প্রশ্নপত্রে উত্তর লিখে পরীক্ষার্থীদের মাঝে সরবরাহ করছিলেন ওই তিন শিক্ষক। এ সময় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় উত্তর লেখা ১২৭টি প্রশ্নপত্র। এর দায়ে তাদেরকে আটক করে জেলা প্রশাসকের কার্যালয়ে আনা হয়। সেখানে রাত ৯টায় ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্তরা তাদের দোষ স্বীকার করেন।

সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তিনজনকেই ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রোববার রাতেই তাদেরকে কারাগারে পাঠানো হয়।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।