শিশুদের ইংরেজি শেখাতে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১০:৫২ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২০

পটুয়াখালীর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের প্রতিদিন একটি করে ইংরেজি শব্দ শেখানোর ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লতিফা জান্নাতি। সদর উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ইংরেজি পাঠ্য বইয়ের শব্দতালিকা সুস্পষ্টভাবে বাংলায় অনুবাদ করে স্ব-স্ব শ্রেণি কক্ষের দেয়ালে টাঙিয়ে দেয়া হয়েছে।

জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইংরেজি ও বাংলা শব্দে পারদর্শী করে গড়ে তুলতে ‘ওয়ানডে, ওয়ান ওয়ার্ড’ কার্যক্রম শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির ইংরেজি পাঠ্য বইয়ের শব্দ বাছাই করে বাংলায় অনুবাদ করে বাঁধাই করে স্ব-স্ব শ্রেণি কক্ষে টাঙিয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতি।

সদর উপজেলার মৌকরন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সালমা, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আবির, সুমাইয়া বলে, স্যার (ইউএনও) আমাদের মায়ের মতো করে ইংরেজি শব্দ শিখিয়েছেন। আমাদের ক্লাস নিয়েছেন। অনেক ভালো লাগছে।

uno-jannati

তারা আরও বলে, শ্রেণি কক্ষে বড় অক্ষরে ইংরেজি শব্দতালিকা দেখে ভুলে যাওয়া শব্দগুলো দেখে সহজে মনে রাখতে পারি। এতে ভালোভাবে আমাদের ইংরেজি শেখা হচ্ছে।

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, ‘ওয়ানডে, ওয়ান ওয়ার্ড’ কার্যক্রম চলমান রয়েছে। তবে উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতি একটু ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে তা শ্রেণি কক্ষের দেয়ালে টাঙিয়ে দিয়েছেন। তার এ ব্যতিক্রমী উদ্যোগের ফলে শিশু শিক্ষার্থীরা ইংরেজি এবং বাংলা ভাষায় পারদর্শী হচ্ছে।

সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতি বলেন, ইংরেজি শব্দে শিশু শিক্ষার্থীদের পারদর্শী করে গড়ে তুলতে এমন উদ্যোগ নিয়েছি। এর ফলে শিক্ষার্থীরা যে অধ্যায় পড়াশোনা করে ওই অধ্যায়ের ইংরেজি শব্দগুলো তাদের মনে গেঁথে থাকে। তাই বড় অক্ষরে শব্দতালিকা করে দেয়ালে টাঙিয়ে দেয়া হয়েছে। ফলে শিশু শিক্ষার্থীরা ইংরেজি শব্দ শিখতে আগ্রহী হচ্ছে। এর মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় শিক্ষার্থীরা বাংলার পাশাপাশি ইংরেজিতে দক্ষতা অর্জন করবে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।