দেশবাসীকে অভিনন্দন জানালেন বিশ্বকাপজয়ী চাঁদপুরের জয়-শামীম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৩:২১ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২০

চাঁদপুরবাসীর ভালোবাসায় সিক্ত হলেন যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য শামীম হোসেন ও মাহমুদুল হাসান জয়। তারা দুজন চাঁদপুরের সন্তান। সাধারণ পরিবারে প্রত্যন্ত এলাকায় বেড়ে উঠেছেন তারা।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ভক্ত, সমর্থক ও ক্রিকেটপ্রেমীরা উষ্ণ অভ্যর্থনায় তাদের বরণ করে নেন। একাধিক সংবর্ধনা ও মিষ্টি বিতরণের মাধ্যমে দুই বিশ্বকাপজয়ীকে ঘিরে উৎসবে মেতে ওঠে চাঁদপুরবাসী।

স্থানীয় সূত্র জানায়, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের দুই সদস্যকে বরণ করে নিতে বৃহস্পতিবার সকাল থেকেই চাঁদপুর লঞ্চঘাটে ছিল উপচেপড়া ভিড়। কখন আসবে চাঁদপুরের ক্ষুদে দুই টাইগার- সে অপেক্ষায় ছিলেন সবাই। তাদের বহন করা লঞ্চ চাঁদপুর ঘাটে ভেড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ অপেক্ষার পালা শেষ হয়। বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের দুই সদস্য মাহমুদুল হাসান জয় ও শামীম হোসেনকে বরণ করে নেয় চাঁদপুরবাসী।

লঞ্চঘাটেই দুই বিশ্বকাপজয়ীকে ফুলে ফুলে সিক্ত করে ক্রিকেটপ্রেমী চাঁদপুরবাসী। চাঁদপুর পৌরসভা, চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয় সংবর্ধনা। পরে তাদের নিয়ে শহরে বের হয় আনন্দ শোভাযাত্রা।

দেশের ঐতিহাসিক এ অর্জনের অংশীদার হতে পেরে গর্বিত দুই ক্ষুদে টাইগার। একই সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে দেশবাসীর দোয়া এবং ভালোবাসার কথা স্মরণ করেন তারা। 

jagonews24

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের অনুভূতি জানিয়ে শামীম হোসেন বলেন, আমাদের এ অর্জন অবশ্যই ভালোলাগার এবং ভালোবাসার। দেশবাসীর দোয়া ছিল, আমাদের প্রতি তাদের সমর্থন এবং ভালোবাসা ছিল। এজন্য দেশবাসীকে অভিনন্দন। দেশবাসীর ভালোবাসাই আমাদের এ অর্জন। আমাদের অর্জনে দেশবাসী অনেক খুশি হয়েছে।

বিশ্বজয়ের অনুভূতি জানিয়ে মাহমুদুল হাসান জয় বলেন, অবশ্যই আমাদের আত্মবিশ্বাস ছিল। আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপে অংশ নিই আমরা। কারণ গত দুই বছর আমরা অনেকটাই প্রস্তুত এবং গোছালো ছিলাম। কাজেই আমাদের বিশ্বাস ছিল এবার কিছু একটা হবে। শেষ পর্যন্ত তো বিশ্বকাপ জিতেই গেলাম আমরা। আমরা আসলেই অনেক হ্যাপি, দেশবাসী অনেক হ্যাপি। পাশাপাশি আমরা যাতে সামনে আরও ভালো কিছু করতে পারি সে দোয়া করবেন।

রোববার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনুষ্ঠিত ফাইনালে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি জিতে নেয় বাংলাদেশ দল। এই প্রথম বড় কোনো টুর্নামেন্টে শিরোপা জয়ের স্বাদ পেল বাংলাদেশ। বিশ্বকাপ জয়ী এই দলে অনবদ্য অবদান রাখেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার যুবা টাইগার মাহমুদুল হাসান জয় এবং শামীম হোসেন। বিশেষ করে সেমিফাইনালে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে ভর করে ফাইনালে পা রাখে বাংলাদেশ।

ইকরাম চৌধুরী/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।