গলায় ফাঁস দিয়ে বিজিবি সদস্যের স্ত্রীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০১:১২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২০
প্রতীকী ছবি

মানিকগঞ্জের সাটুরিয়ায় যুথি বেগম (২১) নামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বালিয়াটি জাদিরবাড়ির পাশে নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুথি বেগম রশিদপুর গ্রামের বিজিবি সদস্য ওয়াসেল চৌধুরীর স্ত্রী। পারিবারিক কলহের জের ধরে বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে স্থানীয়রা জানান।

এ ব্যাপারে সাটুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান মিঞা বলেন, সুরতহাল শেষে নিহতের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।