বাসচাপায় দুই ইন্টার্ন চিকিৎসক নিহত, চালক গ্রেফতার
বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড়ের গোলচত্বরে সড়ক দুর্ঘটনায় ম্যাটসের দুই ইন্টার্ন চিকিৎসক নিহতের ঘটনায় বাস চালককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বাস চালক মো. শাহিনুল ইসলাম (৩৪) গোবিন্দগঞ্জ উপজেলার আরজী সাহাপুর গ্রামের মৃত. আলেপ উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে গোবিন্দগঞ্জ স্পেশাল বাসের চালক মো. শাইনুল ইসলামকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বেড়াতে গিয়ে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু গোলচত্বর এলাকায় বাসের চাপায় হামীম তূর্য (২১) ও সাদিয়া ইসলাম (২৬) নামে দুই ইন্টার্ন চিকিৎসক নিহত হন।
এর প্রতিবাদে সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে জেলার সরকারি ও বিভিন্ন বেসরকারি ম্যাটসের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন। এর আগে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে শোক র্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে সমবেত হন তারা।
আরিফ উর রহমান টগর/এএম/জেআইএম