আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ফেনীর দুলাল নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২০

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে দুলাল নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার দেশটির কুইন্সটাউন শহরে এ ঘটনা ঘটে। নিহত দুলাল ফেনীর দাগনভূঞা উপজেলার বাসিন্দা। তার মৃত্যুর খবর পেয়ে স্বজনের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে।

জানা যায়, বুধবার রাতে আফ্রিকার কুইন্সটাউন শহরে নিজ দোকানে অজ্ঞাতনামা ২-৩ জন সন্ত্রাসী প্রবেশ করে মালামাল লুট করতে থাকে। বাধা দিলে সন্ত্রাসীরা মাথায় গুলি করে মালামাল নিয়ে পালিয়ে যায়। আহতের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহত দুলালের এক ছেলে এক মেয়ে রয়েছে।

নিহতের স্বজনরা জানায়, ২০০৮ সালের ডিসেম্বর মাসে ভিটেমাটি বিক্রি করে আফ্রিকায় পাড়ি জমান উপজেলার মাতুভূঞা ইউনিয়নের হীরাপুর গ্রামের মজিব মুন্সি বাড়ির মালেক সর্দারের ছেলে দুলাল। প্রথমে অন্যের দোকানে চাকরি করেন তিনি। পরে নিজেই ব্যবসা শুরু করেন কুইন্সটাউন শহর এলাকায়।

দুলালের বাবা মালেক সর্দার বলেন, ছেলেকে হারিয়ে নিঃস্ব হয়ে গেছি আমরা। দুলালের স্ত্রী ও দুই সন্তান কি নিয়ে বাঁচবে তাই ভাবছি।

দাগনভূঞা থানা পুলিশের ওসি মো. আসলাম সিকদার বলেন, অফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ফেনীর এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি।

রাশেদুল হাসান/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।