তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে বেরিয়ে দুই বন্ধু লাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:২১ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২০

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা-ভূঞাপুর লিংক রোডে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার এলেঙ্গা রাজাবাড়ি এলাকার জুলহাস মিয়ার ছেলে ও শামছুল হক কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. ইমন মিয়া (১৭) এবং একই এলাকার সামাদ মিয়ার ছেলে শাওন মিয়া (১৮)। এছাড়াও হাশেম মিয়ার ছেলে আসিফ মিয়া (১৯) গুরুতর আহত হয়েছেন।

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট মুসফিকুর রহমান জানান, দুপুরে লিংরোডে তিন বন্ধু মোটরসাইকেলযোগে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মো. ইমন মিয়া নিহত হন। এ সময় গুরুতর আহত অবস্থায় শাওন ও আসিফকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকা নেয়ার পথে শাওননের মৃত্যু হয়। ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন।

এ বিষয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. শরিফুল ইসলাম সজিব জানান, দুপুরে কালিহাতী উপজেলার এলেঙ্গা-ভূঞাপুর লিংক রোডে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আহত তিন ছাত্রকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ইমন নামে একজনকে মৃত অবস্থায় আনা হলেও অপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়া দ্রুত তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

আরিফ উর রহমান টগর/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।