এমপি জ্যাকবকে কমিশন না দেয়ায় ঠিকাদারদের কাজ বন্ধ
ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলায় ঠিকাদারি কাজের জন্য স্থানীয় সংসদ সদস্য (এমপি) আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে ২০ শতাংশ কমিশন এবং বিভিন্ন মহলকে চাঁদা দিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন ঠিকাদাররা। কমিশন ও চাঁদা না দেয়ার কারণে ভোলার ঠিকাদাররা চরফ্যাশন ও মনপুরায় কোনো উন্নয়নমূলক কাজ করতে পারছেন না। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ভোলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ঠিকাদাররা।
এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব গত ১১ বছরে ব্যাপক দুর্নীতি, কমিশন বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম করে হাজার হাজার কোটি টাকার সম্পদ করেছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। ঠিকাদাররা এসব অন্যায় ও দুর্নীতির তদন্ত করে প্রধানমন্ত্রীর কাছে বিচারসহ তাদের উন্নয়ন কাজের সাইড বুঝিয়ে দেয়ার দাবি জানান। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের দাবি মানা না হলে তারা ভোলা এলজিইডি অফিস ঘোরাও, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনসহ পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে প্রথম শ্রেণির ঠিকাদার রুহুল আমিন কুট্টি স্বাক্ষরিত লিখিত অভিযোগে বলা হয়, গত অক্টোবর থেকে ১০০ কোটি টাকার উন্নয়নমূলক কাজের কার্যাদেশ নিয়েও কাজ শুরু করতে পারছেন না ঠিকাদাররা। জেলা অফিস থেকে কার্যাদেশ নিয়ে চরফ্যাশন ও মনপুরা উপজেলায় কাজ করতে গেলে স্থানীয় উপজেলা প্রকৌশলীরা ঠিকাদারদের কাজের সাইড বুঝিয়ে দিচ্ছেন না। প্রকৌশলীরা ঠিকাদারদের বলছেন, স্থানীয় এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের কমিশনের টাকা পরিশোধ করে তার কাছ থেকে অনুমতি বা সবুজ ছাড়পত্র না আনলে কাজ শুরু করতে দেয়া হবে না। এসব অভিযোগ তুলে গত ১০ ফেব্রুয়ারি ভোলা জেলা এলজিইডি কার্যালয় প্রাঙ্গণে ঠিকাদাররা বিক্ষোভ মিছিল করেছেন।
এ সময় মো. রুহুল আমিন কুট্টি, জুলফিকার জুয়েল, আবু সায়েম, আব্দুর রাজ্জাক, কাওসার হোসেন টুয়েল, আবিদুল আলম, ইলিয়াছ আহমেদসহ অর্ধশতাধিক ঠিকাদার উপস্থিত ছিলেন।
জুয়েল সাহা বিকাশ/আরএআর/এমকেএইচ