‘ভাষা শহীদদের আত্মত্যাগের কারণে আমরা বাংলা ভাষা পেয়েছি’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২০

ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ভাষা শহীদদের আত্মত্যাগের কারণে আমরা বাংলা ভাষা পেয়েছি। এখন আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারি।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভোলার লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এমপি শাওন বলেন, আমাদের জাতীয় জীবনে ১৯৫২ সালের ভাষা আন্দোলন একটি গুরুত্বপূর্ণ অধ্যয়। এ আন্দোলনের ফলে আমরা বাংলা ভাষা পেয়েছি।

লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমুখ উপস্থিত ছিলেন ।

এর আগে লালমোহন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাত ১২টা ১মিনিটে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সকালে একটি বিশাল প্রভাত ফেরি বের করা হয়। পরে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে চিত্রাঙ্ককন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জুয়েল সাহা বিকাশ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।