পুকুরে গিয়ে মা দেখেন পানিতে ভাসছে ছেলে-মেয়ের লাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২০

মানিকগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে মানিকগঞ্জ পৌর এলাকার পশ্চিম সেওতা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শাহাদত হোসেন (৮) এবং ফাতেমা খাতুন (১১) লালমনিরহাটের দিনমজুর সোবহান আলীর সন্তান। স্ত্রী-সন্তান নিয়ে মানিকগঞ্জের পশ্চিম সেওতা এলাকায় ভাড়া বাসায় থাকেন সোবহান আলী।

মৃত দুই শিশুর মা সাফিয়া বেগম বলেন, বাসার কাছে একটি পুকুরে বড় মেয়ে ও মেজো ছেলে গোসল করতে যায়। পরে ছোট ছেলে সাব্বিরকে কোলে নিয়ে পুকুরে গোসল করতে গিয়ে দেখি পানিতে ভাসছে ছেলে-মেয়ে। তখন আমার চিৎকার শুনে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

মানিকগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, দুই শিশু পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে। তাদের মরদেহ মানিকগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, চলতি মাসের ১১ ফেব্রুয়ারি ছেলে ও মেয়েসহ লালমনিরহাট থেকে কাজের উদ্দেশ্যে মানিকগঞ্জে আসেন সোবাহান মিয়া। এরপর পৌরসভার পশ্চিম সেওতা এলাকার ছুবুল উদ্দিনের বাড়িতে বাসা ভাড়া নেন তিনি।

বি.এম খোরশেদ/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।