ছেলের খতনা অনুষ্ঠানের মাংস কিনতে গিয়ে পরপারে বাবা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১০:২৫ এএম, ০২ মার্চ ২০২০
প্রতীকী ছবি

পটুয়াখালীতে সড়ক দুঘর্টনায় রিপন প্যাদা (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮টায় লোহালিয়ার গাজী বাড়ির দরজা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা আলী হোসেন জানান, রিপনের বাড়িতে ছেলের সুন্নতে খতনা অনুষ্ঠান আজ। তাই সকালে ঘুম থেকে উঠে স্থানীয় হৌলাবাজারে মাংস কিনতে যান তিনি। বাজার শেষে মাংস ভ্যানে পাঠিয়ে তিনি মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা হন। লোহালিয়ার গাজী বাড়ির দরজা অতিক্রমকালে মোটরসাইকেলকে পেছন থেকে একটি মালবাহী ট্রলি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় মোটরসাইকেল চালকসহ আরও দুজন আহত হয়েছেন। নিহত রিপন লোহালিয়া এলাকার বাসিন্দা আলী মুন্তাকারের ছেলে।

পুলিশ জানায়, আহতদের উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।