ফেনীতে অবৈধ ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ০২ মার্চ ২০২০

ফেনীতে ছাড়পত্র ছাড়া ইট তৈরির দায়ে মেসার্স আলী আজ্জম ব্রিকসকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইটভাটাটি অন্যত্র সরিয়ে নেয়া ও ছাড়পত্র সংগ্রহ করা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ নির্দেশ দেন।

মৌমিতা দাশ জানান, ২০১০ সাল থেকে ফেনী শহরের ৬ নং ওয়ার্ড ফলেশ্বর এলাকায় ভাটা স্থাপন করে ইট তৈরি করে আসছে আলী আজ্জম ব্রিকস। সনাতন পদ্ধতিতে ভাটাটি পরিচালনা করায় আশপাশের এলাকার পরিবেশে বিরুপ প্রভাব পড়ে। এছাড়াও পরিবেশ অধিদফতরের কোনো ছাড়পত্র নেই কর্তৃপক্ষের কাছে। এমতাবস্থায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ এর ৪ ধারা মোতাবেক ভাটাটি বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে দীর্ঘ দিন অনুমোদন ছাড়া ভাটা পরিচালনার দায়ে ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরে ভাটার স্বত্বাধিকারী আবুল বশর ভাটাটি অন্যত্র সরিয়ে নিয়ে ছাড়পত্র সংগ্রহ করা পর্যন্ত ইট তৈরি করবেন না বলে মুচলেকা দেন।

রাশেদুল হাসান/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।