বালিয়াডাঙ্গীতে একই পরিবারের ৭ জন অজ্ঞাত রোগে আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৭:৩২ পিএম, ০৩ মার্চ ২০২০

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ তার পরিবারের সাত সদস্য অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে উপজেলার ভানোর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে বিকেল ৪টা পুলিশের সহযোগিতায় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

তারা হলেন ভানোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অপূর্ব কুমার রায়, তার স্ত্রী মনজু রানী, নাতি শুভ, যুবরাজ, প্রলয় মিথি ও বাড়ির কেয়ারটেকার তৈল্য কুমার রায়। বর্তমানে তারা বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পাশাপাশি সাবেক ওই চেয়ারম্যানের বাড়ির তিনটি কুকুরও গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। ইতোমধ্যে তার বাড়িতে পোষা দুটি পায়রা মারা গেছে।

স্থানীয়রা জানায়, দুপুরে খাবারের পর বাড়ির লোকজন একে একে অসুস্থ হতে শুরু করে। তবে এর কারণ সঠিক কেউ জানাতে পারেনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু সাদাৎ রুপক জানান, খাবার পানিতে অথবা খাবারে চেতনানাশক মিশিয়ে খাওয়ানোর কারণে এমনটা হতে পারে। চিকিৎসা দেয়া হয়েছে। আশা করছি দ্রুত তারা শঙ্কামুক্ত হবে।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।