ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ২১ মাদকসেবী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ০৩ মার্চ ২০২০

ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরে অভিযান চালিয়ে ২১ মাদকসেবীকে আটক করেছে র‌্যাব। সোমবার রাত ৮টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরারা এ অভিযান পরিচালনা করেন। মঙ্গলবার দুপুরে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞতিতে এসব তথ্য জানা গেছে।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.বি.এম মশিউজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক পৌরসভার সুইপার কলোনীতে অভিযান পরিচালনা করেন।

অভিযানে রমজান আলী (৫২), মীর নাসির (৫০), মো. বোরহান (২০), দিলীপ চন্দ্র সাহা (৬৬), সাজিদুল ইসলাম রাহুল (১৯), মো. রমজান মিয়া (৪৮), কামাল মিয়া (৫৫), সুমন (২৫), এলাই মিয়া (৫২), আবু সালে (৫০), আনোয়ার হোসেন (৪২), শেখ সাদী (২২), মো. সুমন মিয়া (২৬), মো. তাজুল ইসলাম (৩৫), বাপ্পী (২২), শফিকুল ইসলাম (৪০), আবু তাহের (৪০), সুরেশ দাস (৪২), সোহাগ দাস (১৯) ও অন্তর দাস (১৯) নামে ২১ মাদকসেবীকে আটক করা হয়।

পরবর্তীতে তাদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাস করে কারাদণ্ড দেয়া হয়। এছাড়া আটকদের কাছ থেকে ১০ হাজার ৫০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

আজিজুল সঞ্চয়/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।