ঘরে ঢুকে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৯:১৮ পিএম, ০৪ মার্চ ২০২০

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে ঘরের ভেতর থেকে শ্রাবণী রাণী রায় (১৫) নামে এক স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাতে ইউনিয়নের আশ্রমপাড়া এলাকায় ওই ছাত্রীর বাড়ির একটি রুম থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত শ্রাবণী রাণী আশ্রমপাড়া এলাকার ভবেশ রায়ের মেয়ে। সে ঠাকুরগাঁও সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ জানায়, রাতে স্থানীয় চেয়ারম্যান ফোন করে বিষয়টি জানায়। পরে ঘটনাস্থলে এসে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে সেটি বলা যাচ্ছে না। ঘটনার তদন্ত করছে পুলিশ।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, ঘটনাটি মর্মান্তিক। ঘটনার তদন্ত করে হত্যাকারীদের আইনের আওতায় আনবে পুলিশ।

এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।