ধানক্ষেতে বজ্রপাতে দুই নারীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ০৬ মার্চ ২০২০
প্রতীকী ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- কবিতা রানী (৩২) ও বিষু বালা (৪৪)। এ সময় বজ্রপাতে আরও চারজন অগ্নিদগ্ধ হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে উপজেলার সোনারাম ইউনিয়নের বলরাম গ্রামে এ ঘটনা ঘটে। কবিতা রানী সুন্দরগঞ্জ উপজেলার সোনারাম ইউনিয়নের বলগ্রামের রবি দাস চন্দ্রের স্ত্রী ও বিষু বালা একই গ্রামের আকালু চন্দ্রের স্ত্রী।

সোনারাম ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ বদিরুল আহসান সেলিম জাগো নিউজকে বলেন, ‘শুক্রবার দুপুরে কবিতা রানী ও তার স্বামী রবি দাসসহ কয়েকজন ধানের জমিতে কাজ করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে কবিতা রানীসহ পাঁচজন অগ্নিদগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কবিতা রানীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অগ্নিদগ্ধদের মধ্যে বিষু বালার (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।’

এ ঘটনায় আহতরা হলেন- মালেকা বেগম (৪৩), মমতা বেগম (৩৮), ভারতী রাণী (৫২) ও শোভা রাণী (৫৩)।

জাহিদ খন্দকার/এএম/এফআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।