ফেনীতে ৪৬ লাখ টাকার স্বর্ণ উদ্ধার করল বিজিবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৭:০৮ পিএম, ০৬ মার্চ ২০২০

ফেনীতে প্রায় এক কেজি ওজনের নয়টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার ভোরে ভারতীয় সীমান্তবর্তী পরশুরাম উপজেলার বাউর পাথর এলাকা থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।

ফেনীর ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. কামরুজ্জামান বলেন, পরশুরাম বিওপির নায়েক সুবেদার মো. হাসিবুর রহমানের নেতৃত্বে তিনজনের একটি টহল দল পরশুরাম উপজেলার বাউর পাথর এলাকায় অভিযান চালায়। এ সময় নয়টি স্বর্ণের বার (৯৬৬.৪৮ গ্রাম) উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার স্বর্ণের মূল্য ৪৬ লাখ ৮১ হাজার ৫০০ টাকা।

তিনি আরও বলেন, টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক বা শনাক্ত করতে পারেনি বিজিবি।

রাশেদুল হাসান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।