জেলে পল্লীর নারীরা উদযাপন করলেন নারী দিবস
‘সমতার পৃথিবীই, সামর্থ্যের পৃথিবী’ এ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ভোলায় জেলে পল্লীর স্বাবলম্বী হওয়া অর্ধ শতাধিক নারীকে সম্মাননা দিয়েছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ।
ভোলা সদর উপজেলার তুলাতলি ইকো পার্কে রোববার বিকেলে প্রায় তিন ঘণ্টাব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করে ওয়াল্ডফিশ, ইকোফিশ ও মৎস্য অধিদফতর।
অনুষ্ঠানের শুরুতে স্বাবলম্বী ওই নারীদের নিয়ে আনন্দ র্যালি, ফুল দিয়ে বরণ ও মুকুট পরিয়ে যথাযথ সম্মান করা হয়। পরে ওই নারীদের নিয়ে বালিশ খেলা, বালতিতে বল নিক্ষেপ ও চোখ বেঁধে লক্ষ্য ভেদ খেলা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ, ভোলার রিসার্স অ্যাসোসিয়েট অংকুর মোহাম্মদ ইমতিয়াজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্য অধিদফতরের এনএটিপি প্রকল্পের ফিল্ড অফিসার রাখি দে।
এ সময় বক্তারা বলেন, সারা বিশ্বে নারীরা সংসার পরিচালনার পাশাপাশি বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নারীরা যেমন সংসার পরিচালনার ক্ষেত্রে সফল তেমন জাতীয় জীবনের নানান কাজের মাধ্য দিয়ে তারা সফল হচ্ছেন।

বক্তারা আরও বলেন, ভোলার জেলে পল্লীর জেলেরা নদীতে মাছ শিকার করেন আর তাদের স্ত্রীরা বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে বিভিন্ন এনজিওর সহযোগিতায় প্রশিক্ষণ নিয়ে হস্ত শিল্প, গরু, ছাগল, হাঁস-মুরগী, টার্কি পালন করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন। তাই সব নারীদের আত্মনির্ভশীল হওয়ার আহ্বান জানান তারা।
আলোচনা শেষে ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের জেলে পল্লী থেকে আসা অর্ধ শতাধিক নারীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জুয়েল সাহা বিকাশ/এফএ/পিআর