মাদক সেবনকালে কৃষি কর্মকর্তাসহ ছাত্রলীগ নেতা ধরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ১০:২৯ এএম, ০৯ মার্চ ২০২০
উপসহকারী কৃষি কর্মকর্তা গোবিন্দ্র চন্দ্র রায়

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ইয়াবা সেবনের সময় ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ও হাতীবান্ধা উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (০৯মার্চ) সকাল সাড়ে ৯টায় আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

এর আগে রোববার রাত ৮টায় উপজেলার হাজীগঞ্জ উদীয়মান সুরুজ কলেজের কক্ষে মাদক সেবনের সময় তাদের আটক করা হয়।

আটকরা হলেন, আদিতমারী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনির (৩৫) ও হাতীবান্ধা উপজেলা কৃষি অফিসের উপ সহকারী কৃষি কর্মকর্তা (বিএস) গোবিন্দ্র চন্দ্র রায় (৩৪)।

পুলিশ জানান, রোববার রাত ৮টার দিকে হাজীগঞ্জ উদীয়মান সুরুজ কলেজের কক্ষে মাদক সেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ সদস্যরা অভিযান চালান। তাদের ধাওয়া করলে বাকিরা পালিয়ে যায়। পরে মনিরুল ইসলাম মনির ও গোবিন্দ চন্দ্র রায়কে আটক করা হয়।

এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এরা নিয়মিত মাদকসেবক। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

রবিউল হাসান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।