নানার বাড়ি বেড়াতে এসে যুবক লাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৫:০৫ পিএম, ১১ মার্চ ২০২০

ভোলায় নানার বাড়ি বেড়াতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. সোহাগ (১৮) এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে সদর উপজেলার ভোলা-লক্ষ্মীপুর সড়কের ইলিশার তুলাতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশার বাঘারহাট এলাকার মৃত বেলায়াত হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত সোহাগের বাবা কয়েক বছর আগে মারা যাওয়ার পর তারা সবাই ঢাকায় থাকেন। সোহাগ ও তার মা ঢাকায় চাকরি করেন। তাদের গ্রামের বাড়ি ভোলায় থাকলেও কোনো উৎসব বা অনুষ্ঠান ছাড়া তারা ভোলায় আসেন না। গত ৫/৬ দিন আগে সোহাগ ঢাকা থেকে ভোলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাঘারহাট গ্রামে তার নানা শাহে আলমের বাড়িতে বেড়াতে আসেন। দুপুরের দিকে সোহাগ তার নানার বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ভোলা সদরে যান। দুপুর ১টার দিকে ভোলা সদর থেকে মোটরসাইকেল চালিয়ে আবার নানার বাড়ি ফেরার সময় ভোলা-লক্ষ্মীপুর সড়কের ইলিশার তুলাতলি এলাকা বিপরীত থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাথা থেঁতলে তার মৃত্যু হয়।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রতন কুমার শীল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপতালে পাঠানো হয়েছে।

জুয়েল সাহা বিকাশ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।