বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন ডা. দীন মোহাম্মদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ১২ মার্চ ২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবার আয়োজন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

বৃহস্পতিবার (১২ মার্চ) গাইবান্ধার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামে বিনামূল্যে স্বাস্থ্যসেবার এ কার্যক্রম উদ্বোধন করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালের পরিচালক নিউরোলজিস্ট চিকিৎসক দীন মোহাম্মদ।

সকাল থেকে উপজেলার গটিয়া গ্রামের কয়েক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়। রোগীদের চিকিৎসা দিচ্ছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালের পরিচালক নিউরোলজিস্ট দীন মোহাম্মদ।

gaibanda

এছাড়া ক্যাম্পে রোগীদের চিকিৎসা দিচ্ছেন নিউরোসায়েন্স হাসপাতালের অধ্যাপক চিকিৎসক বদরুল আলম, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান চিকিৎসক জাকির হোসেন, সহযোগী অধ্যাপক চিকিৎসক মোহাম্মদ ছাইদুর রহমান, গাইবান্ধা আধুনিক হাসপাতালের সিভিল সার্জন এবিএম আবু হানিফ, সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিউরোলজিস্ট চিকিৎসক হুমায়ুন কবীর, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ ইউনুছ, কিডনি রোগ বিশেষজ্ঞ চিকিৎসক মিথিলা, শিশু বিশেষজ্ঞ চিকিৎসক মোনতাসিমা মৌ, নাক কান ও গলা বিশেষজ্ঞ চিকিৎসক টিটন কুমার ঘোষ এবং গাইনি বিশেষজ্ঞ তাহেরা আক্তার মনি।

জাহিদ খন্দকার/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।