ভোলায় ইতালিফেরত দুজন হোম কোয়ারেন্টাইনে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০১:১১ এএম, ১৫ মার্চ ২০২০

ইতালিফেরত দুই প্রবাসীকে হোম কোয়ারেন্টইনে রেখেছে ভোলার স্বাস্থ্য বিভাগ। তাদের মধ্যে একজনকে শুক্রবার (১৩ মার্চ) ও আরেকজনকে শনিবার (১৪ মার্চ) রাতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

কোয়ারেন্টাইনে রাখা দুজনের বাড়ি ভোলা শহরে। তবে তাদের নাম ও পরিচয় গোপন রাখা হয়েছে। এদিকে করোনাভাইরাস নিয়ে ভোলা স্বাস্থ্য বিভাগ জনসাধারণকে আতঙ্কিত না থাকার জন্য অনুরোধ জানিয়েছে।

ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান, ওই দুজন গত কয়েক দিন আগে ইতালি থেকে গ্রামের বাড়ি ভোলায় আসেন। আমরা খোঁজ-খবর নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করলে তাদের শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ পাওয়া যায়নি। তবে সর্তকতামূলক ব্যবস্থার জন্য তাদেরকে নিজ বাড়িতে রেখে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদের মধ্যে একজনকে শুক্রবার ও অন্যজনকে শনিবার রাতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি আরেও জানান, আমরা ভোলা স্বাস্থ্য বিভাগ থেকে কঠোর সর্তক ব্যবস্থা গ্রহণ করেছি। বিদেশফেরত কেউ ভোলায় আসলে খোঁজ-খবর নিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

জুয়েল সাহা বিকাশ/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।