পর্যটক মৃত্যুর পর বন্ধ হলো সৈকতের অবৈধ দোকান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১১:৪১ এএম, ১৫ মার্চ ২০২০

সৈকতের সুগন্ধা পয়েন্টে পচা, বাসি ও ভেজাল খাদ্যদ্রব্য বিক্রি এবং উপকরণ সংরক্ষণসহ নানা অনিয়মে চলা দোকানের বিরুদ্ধে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার রাতে ভ্যানে পরিবেশন করা মাছ ভাজি খেয়ে সৌরভ নামে এক পর্যটকের মৃত্যুর খবর প্রচারের পর শুক্রবার রাতে এ অভিযান চালায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট।

অভিযানে ‘ফ্রেশ সী ফিশ’, ‘ক্যাফে বারবিকিউ’, ‘মেরিন সী ফিশ’সহ ৬টি দোকানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সিলগালা করে দেয়া হয়েছে ‘লবস্টার ক্যাফে’ ও ‘মায়ের দোয়া ক্যাফে’ নামক দুইটি দোকান।

জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তফা জাবেদ কায়সার এ অভিযানে নেতৃত্ব দেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কক্সবাজার অফিসের সহকারী পরিচালক ইমরান হোসাইন জানান, জেলা প্রশাসনের নির্দেশে জনস্বাস্থ্য হানিকর পরিবেশে খাবার তৈরিকারক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬টি দোকানকে জরিমানা ও দুটি সিলগালা করে দেয়া হয়েছে।

cox

অভিযানকালে পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান জাহিদ খান, সিভিল সার্জন অফিসের সেনিটারি ইন্সপেক্টর নুরুল কবির কাদেরীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সৈকত তীরের ব্যবসায়ী সূত্র জানায়, সুগন্ধা, লাবণী, কলাতলীসহ বিভিন্ন পয়েন্টে শতাধিক অবৈধ দোকানপাট রয়েছে। তারা পর্যটকদের টার্গেট করে খোলা আকাশের নিচেই মাছ ভেজে বিক্রি করছে। আর মাসোহারা নিয়ে ঝুপড়ি দোকানগুলোকে সহায়তা দেয় স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেট। এ কারণে প্রশাসনের বারবার উচ্ছেদ ও জরিমানার পরও সম্পূর্ণ উচ্ছেদ করা যাচ্ছে না। এসব অবৈধ দোকানপাট থেকে মাসোহারা নেয়াদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান ভুক্তভোগীরা।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাজাহান আলি জানান, এমন খবর প্রায়ই কানে আসে। অভিযান শুরু হয়েছে, এর শেষ দেখে ক্ষান্ত হব আমরা।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।