এক বন্ধু পরপারে, দুই বন্ধু হাসপাতালে
মেহেরপুরের গাংনী উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কিবরিয়া নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে তার সহপাঠী আরও দুই স্কুলছাত্র।
রোববার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে গাংনী পৌর এলকার আখ সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিবরিয়া উপজেলার ধানখোলা গ্রামের ইন্তাদুল ইসলামের ছেলে ও গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, মোটরসাইকেল আরোহী তিন বন্ধু দ্রতগতিতে স্কুলে আসছিল। গাংনী আখ সেন্টার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কিবরিয়াকে মৃত ঘোষণা করেন। অপর বন্ধু মুজাহিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। আরেক বন্ধু পলককে গাংনী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আসিফ ইকবাল/এএম/এমকেএইচ