বঙ্গবন্ধুর জন্য তারিনের অন্য রকম ভালোবাসা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর নানা আঙ্গিকের শতাধিক ছবি এঁকে মুজিবপ্রেমীদের মাঝে বিতরণ করেছেন তারিন সুলতানা ওরফে চারু তারিন। তিনি একজন চিত্রশিল্পী। এখনও ছবি এঁকে যাচ্ছেন তিনি।
আগামী ১৭ মার্চ জন্মদিন অব্দি যতগুলো ছবি তিনি আঁকতে পারবেন, তার সবই বিতরণ করবেন মুজিবপ্রেমীদের।ইতোমধ্যে তার আঁকা বঙ্গবন্ধুর ছবি জনপ্রশাসন প্রতিমন্ত্রী, খুলনা বিভাগীয় কমিশনার, ডিআইজি খুলনা, জেলা প্রশাসক ও পুলিশ সুপার মেহেরপুরসহ শতাধিক মুজিবপ্রেমীর হাতে মুজিববর্ষের উপহার হিসেবে বিতরণ করেছেন। তার আঁকা বঙ্গবন্ধুর ছবি এপার বাংলা-ওপার বাংলার ৩৭টি বইয়ের প্রচ্ছদ হিসেবেও ছাপা হয়েছে।
অল্পবয়সে ছবি এঁকে পুরস্কার ও স্বীকৃতির ঝুড়ি ভারী করেছেন মেহেরপুর গাংনী উপজেলায় জন্ম নেয়া এই তরুণ শিল্পী। গাংনী সরকারি ডিগ্রি কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্রী তারিন মেহেরপুর শহরে বসবাস করেন। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট তারিন।

তারিনের অদম্য ইচ্ছাশক্তি আজ তাকে পরিচিত করেছে সর্বত্র। ছোটবেলায় মায়ের সুই-সুতার কারুকাজ তাকে রঙ ও পেন্সিলের শিল্পী হতে উৎসাহ জোগায়। বঙ্গবন্ধুর গুণাবলী ও বক্তব্য শুনে ছবির বঙ্গবন্ধুকে দেখার ইচ্ছা হয় তার। বঙ্গবন্ধুর দীপ্ত চেহারার মধ্যেই তিনি খুঁজে পান শিল্পীসত্তা।
তারিন বলেন, বঙ্গবন্ধুর বহুমাত্রিক চেহারার ছবি আঁকতে পারি। বঙ্গবন্ধুর সব ছবি আঁকা আমার কাছে সহজ। বঙ্গবন্ধুকে ধারণ করে বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই আমার এই প্রচেষ্টা। মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ৯০ দিনে শতাধিক ছবি এঁকে বিতরণ করেছি। সামনে আরও যা আঁকব; সবই বিতরণ করে দেব।
তিনি বলেন, আমাকে প্রকাশকরা যে টাকা দিতে চান তা না দিয়ে বইয়ের দাম কমিয়ে দিলে অনেক বেশি পাঠকের হাতে পৌঁছে যাবে বাংলাদেশের স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর জীবন কাহিনি।
মেহেরপুরের গাংনী উপজেলার একটি অজপাড়া গ্রামে জন্ম নেয়া এই তরুণ শিল্পীর প্রতিভা সবাইকে দারুণভাবে আকৃষ্ট করছে। ভারত-বাংলাদেশের অনেক লেখক এবার তারিনের আঁকা বঙ্গবন্ধুর ছবি বইয়ের প্রচ্ছদে ব্যবহার করেছেন। অল্প বয়সে ছবি এঁকে পুরস্কার ও স্বীকৃতির ঝুড়িও বেশ ভারী করে নিয়েছেন তারিন।

২০১৯ সালে স্বরচিত কবিতা আবৃত্তিতে খুলনা বিভাগে প্রথম স্থান অর্জন করেন তারিন। ছবি এঁকে তারিন ইতোমধ্যে এসএম সুলতান, শিল্পাচার্য জয়নুল আবেদিন ও কামরুল হাসান পুরস্কার পেয়েছেন। বহুমাত্রিক প্রতিভার অধিকারী তারিন রঙ-পেন্সিলের একজন শিল্পী হলেও কবিতা, অভিনয় ও বিতর্কতে পরিচিতি রয়েছে তার।
মেহেরপুরের জেলা প্রশাসক (ডিসি) আতাউল গনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে প্রতিভাময়ী শিল্পী তারিন জাতির পিতার শতাধিক ছবি এঁকে বঙ্গবন্ধুপ্রেমীদের বিতরণ করেছেন। এতে ঐতিহাসিক মুজিবনগরখ্যাত মেহেরপুরের মানুষের কাছে বঙ্গবন্ধুর আবেদন দারুণভাবে পৌঁছে যায়। এটি মেহেরপুরবাসীর কাছে মুজিব জন্মশতবার্ষিকীর শ্রেষ্ঠ উপহার।
আসিফ ইকবাল/এএম/এমকেএইচ