ভোলায় ইতালিফেরত আরও একজন হোম কোয়ারেন্টাইনে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ১০:৩৭ পিএম, ১৫ মার্চ ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ইতালিফেরত এক যুবককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রোববার রাতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

ওই যুবকের বাড়ি দৌলতখান উপজেলায়। তবে তার নাম ও পরিচয় জনস্বার্থে গোপন রেখেছে ভোলা স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে ভোলায় গত দুই দিনে তিনজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা সবাই ইতালি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন।

ভোলা সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জাগো নিউজকে জানান, আমরা খবর পেয়ে রোববার রাতে দৌলতখান উপজেলার ইতালিফেরত ওই যুবকের স্বাস্থ্য পরীক্ষা করেছি। তার শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ পাওয়া যায়নি। কিন্তু সর্তকতামূলক ব্যবস্থার জন্য তার নিজ বাড়িতে রেখে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি আরেও জানান, ওই যুবক ইতালি থেকে গতকাল শনিবার ঢাকায় আসেন এবং রোববার সকালে দৌলতখান তার গ্রামের বাড়ি আসেন।

উল্লেখ্য, গত শুক্র, শনি ও রোববার তিন দিনে ইতালিফেরত তিন যুবকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে দুজন ভোলা সদর ও একজন দৌলতখানের।

জুয়েল সাহা বিকাশ/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।