কোয়ারেন্টাইন থেকে স্বাভাবিক জীবনে ফিরলেন ৪২ প্রবাসী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ১২:৪৮ পিএম, ১৬ মার্চ ২০২০

মানিকগঞ্জে হোম কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন বিদেশফেরত আরও ৪৯ জন। এ নিয়ে সোমবার সকাল পর্যন্ত জেলায় মোট ২৫৪ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তবে ১৪ দিনের পর্যবেক্ষণ শেষে গত দু’দিনে ৪২ প্রবাসীকে কোয়ারেন্টাইন থেকে মুক্ত করা হয়েছে।

মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, করোনা ভাইরাসের সতর্কতায় সরকারের নির্দেশনা অনুযায়ী বিদেশ ফেরত ব্যক্তিদের ১৪ দিন পর্যস্ত হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়। গত ৬ দিনে ২৯৬ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়। তবে নির্ধারিত ১৪ দিনের মেয়াদ শেষ হওয়ায় দুই দিনে ৪২ জন কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।

তিনি জানান, কোয়ারেন্টাইন অমান্য করলে জেল-জরিমানার বিধান রয়েছে। সে বিষয়ে সবাইকে সতর্ক করা হচ্ছে। এখন পর্যন্ত মানিকগঞ্জে করোনাভাইরাস আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি। কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা সবাই সুস্থ আছেন বলে জানান সিভিল সার্জন।

প্রসঙ্গত, কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা অমান্য করায় রোববার রাতে মানিকগঞ্জের সাটুরিয়ায় এক সৌদি প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বি.এম খোরশেদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।