মুজিববর্ষের শুভক্ষণে জন্ম নেয়ায় নাম রাখা হলো আলো
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মুজিব শতবর্ষের শুভক্ষণ রাত ১২টা এক মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কন্যা শিশু জন্মগ্রহণ করে। মুজিববর্ষ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোকসজ্জা ও আতশবাজির আয়োজন করা হয়। আর সেই আলোকসজ্জার শুভক্ষণে জন্মগ্রহণ করায় শিশুটির নাম রাখা হয়েছে আলো।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিদুল ইসলামের তত্ত্বাবধানে সিজারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। জন্মের পরপরই নবজাতককে নতুন কাপড় পরিয়ে দেন কর্তব্যরত চিকিৎসকরা।

ডা. মজিদুল ইসলাম জানান, মুজিববর্ষের শুভক্ষণে যেহেতু শিশুটি জন্মগ্রহণ করেছে তাই শিশুটি বঙ্গবন্ধুর আদর্শে বেড়ে উঠবে এবং বড় হয়ে সমাজে তারই উজ্জল আলো ছড়াবে বলে আশা করি। তাই শিশুটির নাম রাখা হয়েছে আলো। সদ্য জন্ম নেয়া শিশু ও তার মা সুস্থ আছেন।
উপজেলার কোচারশহর ইউনিয়নের রতনপুর গ্রামের বাসিন্দা রেখা বেগম ও ইবনে সাউদ দম্পতির সন্তান আলো।
জাহিদ খন্দকার/এফএ/জেআইএম