কোয়ারেন্টাইনে না থাকায় অস্ট্রেলিয়াপ্রবাসীকে ১৫ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ১৭ মার্চ ২০২০

হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করায় এবার মানিকগঞ্জের ঘিওর উপজেলা এক অস্ট্রেলিয়া প্রবাসীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে তাকে এ জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পশ্চিম কুশুন্ডা গ্রামের বাসিন্দা।

এর আগে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করায় সাটুরিয়ায় আরেক প্রবাসীকে অর্থদণ্ড দিয়েছেন ইউএনও। তিনি ইরাক থেকে ফিরেছেন। সোমবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় সূত্র জানায়, গতকাল সোমবার (১৬ মার্চ) রাতে গ্রামের বাড়ি আসেন ওই অস্ট্রেলিয়া প্রবাসী। তাকে মঙ্গলবার থেকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। বিষয়টি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে-বিতর্কে জড়ান প্রবাসীর পরিবারের লোকজন। পরে ওই অস্ট্রেলিয়া প্রবাসীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পুলিশের সহায়তায় পরিবারের লোকজনকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়।

ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার বলেন, সদ্য বিদেশফেরত ব্যক্তিদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ওই অস্ট্রেলিয়া প্রবাসীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।