ঘরে তালা দিয়ে ইতালি প্রবাসীকে আটকে রাখলেন ইউএনও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:৫০ এএম, ১৯ মার্চ ২০২০

কুমিল্লার লাকসামে ইতালি প্রবাসী এক পরিবারের সদস্যরা হোম কোয়ারেন্টাইন অমান্য করে অবাধে ঘোরাঘুরি করায় তাদের ১০ হাজার টাকা জরিমানা ও হোম কোয়ারান্টাইনের জন্য বাড়িতে তালা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে পৌর এলাকার ইতালি প্রবাসীর বাড়ির সামনে উপস্থিত হয়ে এ আদেশ দেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সাইফুল আলম। ইতালি প্রবাসী পরিবারের সদস্যদের মধ্যে দুই শিশুসন্তান ও স্বামী-স্ত্রী। তারা চলতি মাসের ১০ মার্চ ইতালি থেকে বাংলাদেশে আসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সাইফুল আলম জানান, ওই পরিবারের সদস্যরা ইতালি থেকে দেশে আসার পর তাদের হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়। কিন্তু তারা তা না মানায় ১০ হাজা টাকা জরিমানাসহ ১৪ দিনের কোয়ারান্টাইন নিশ্চিতের জন্যে মূল ফটকে তালা দেয়া হয়েছে।

হোম কোয়ারেন্টাইনে থাকা ওই পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তা অনুযায়ী নিরাপদভাবে সকল কিছু সরবরাহ করা হবে।

এদিকে সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান জানান, এ জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩১২ জন। জেলার ১৭ উপজেলায় বুধবার নতুন করে ১৩৮ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

মো. কামাল উদ্দীন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।