হোম কোয়ারেন্টাইন না মানায় মানিকগঞ্জে দুই প্রবাসীকে জরিমানা
হোম কোয়ারেন্টাইনে থাকার সরকারি নির্দেশ না মানায় মানিকগঞ্জ পৌর এলাকায় দুইজনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ মার্চ) ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন এ জরিমানা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ দক্ষিণ আফ্রিকা থেকে পৌর এলাকার মত্ত গ্রামের বাড়িতে ফেরেন এক যুবক। তিনি হোম কোয়ারেন্টাইনে না থেকে বাড়ির বাইরে ঘোরাফেরা করেন। খবর পেয়ে বিকেল ৩টার দিকে ইউএনও অভিযান চালান। এ সময় বিদেশফেরত ওই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
এ দিকে মানিকগঞ্জ পৌর এলাকার বড় শুরুন্ডি গ্রামে গত ১৪ মার্চ লেবানন থেকে এসেছেন এক নারী। তিনিও হোম কোয়ারেন্টিন অমান্য করে বাইরে ঘোরাঘুরি করেন। বিকেলে তার বাড়িতে অভিযান তাকেকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও ইকবাল হোসেন বলেন, হোম কোয়ারেন্টাইনের নিয়ম অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে বিদেশফেরত ব্যক্তিদের হুঁশিয়ারি দেয়া হয়েছে।
বি এম খোরশেদ/আরএআর/পিআর