খোঁজ নেই বিদেশফেরত ৩২৮৭ জনের, আটকের হুমকি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯:০০ পিএম, ১৯ মার্চ ২০২০

লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রামগতিতে করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় পৃথক তিন প্রবাসীকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রামগঞ্জ উপজেলার চন্ডীপুর গ্রামের ওই তিন প্রবাসীকে বাড়ির বাইরে অবাধে ঘুরতে দেখা যায়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দুজনকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযানে উপজেলার দক্ষিণ হাজিপুর ও জামালপুর এলাকায় আরও দুই প্রবাসীর বাড়ি পরিদর্শন করা হয়।

এদিকে হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা ভঙ্গ করায় দুপুরে রামগতি উপজেলার চর হাসান হোসেন গ্রামের এক সৌদি প্রবাসীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। রামগতি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল মোমিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।

Lakshmipur-03

এদিকে, জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, চলতি মার্চে তিন হাজার ৬৬২ প্রবাসী লক্ষ্মীপুর এসেছেন। এ জেলায় এখন পর্যন্ত ৩৭৫ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। দুজন বাদে সবাই প্রবাসী। ওই দুজন ঢাকার এক কারাখানার শ্রমিক।

হোম কোয়ারেন্টাইনের মধ্যে লক্ষ্মীপু সদরে ৩০, রায়পুরে ১৪৭, রামগঞ্জে ৭২, কমলনগরে ১৯ এবং রামগতিতে ১০৩ জন রয়েছেন। করোনা আক্রান্ত সন্দেহে সদর হাসপাতালে চারজনকে আইসোলেশন বিভাগে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। কিন্তু বিদেশফেরত বাকি তিন হাজার ২৮৭ জনের কোনো খোঁজ এখনও পাওয়া যায়নি। তারা নিজ থেকে হাসপাতাল বা স্বাস্থ্য কমপ্লেক্সে না আসলে প্রশাসনের সহযোগিতায় আটক করে আনা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

জেলা প্রশাসন সূত্র জানায়, জেলার সর্বত্র সভা-সমাবেশ, ওয়াজ-মাহফিল, বিয়ের অনুষ্ঠান ও জনসমাগমসহ সকল অনুষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে। বিদেশফেরত লোকদের করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে (নিজ গৃহে সার্বক্ষণিক অবস্থান) থাকার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্যও নির্দেশনা দেয়া হয়েছে।

Lakshmipur-03

গতকাল বুধবার (১৮ মার্চ) রাতে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল জরুরি বৈঠক ডেকে এসব নির্দেশনা দেন।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান বলেন, চার প্রবাসীর বাড়িতে অভিযান চালানো হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ির বাইরে অবাধে চলাফেরায় দুজনকে জরিমানা করা হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে। প্রবাসীদের বাড়ির বাইরে বের না হওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

লক্ষ্মীপুর জেলার সিভিল সার্জন ডা. আব্দুল গাফ্ফার বলেন, হোম কোয়ারেন্টাইনে থাকা ৩৭৫ জনকে স্থানীয় স্বাস্থ্যকর্মীদের পাহারায় মনিটরিং করা হচ্ছে। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তবে এখন পর্যন্ত জেলার কেউ করোনায় আক্রান্ত হননি বলে জানান তিনি।

কাজল কায়েস/এমএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।