কক্সবাজারে এবার সভা-সমাবেশ ও অনুষ্ঠান বন্ধ ঘোষণা
সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণার পর এবার কক্সবাজারে সব ধরনের সভা-সমাবেশ, ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়ানুষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কক্সবাজারের জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট ও কক্সবাজারের ডিসি মো. কামাল হোসেন শুক্রবার এ ঘোষণা দেন।
ডিসি বলেন, করোনা ভাইরাস (COVID-19) সংক্রমণ রোধে ওয়াজ মাহফিল, তীর্থযাত্রাসহ সব ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়ানুষ্ঠান বন্ধ ঘোষণা কার্যকর করতে সবার প্রতি নির্দেশনা দেয়া হয়েছে। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে শুক্রবার বেলা ১১টায় বৈঠক বসায় জেলা প্রশাসন। এতে জেলার সব বিভাগের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপরই কক্সবাজার জেলা প্রশাসনের নিজস্ব ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দেয়া হয়।
উল্লেখ্য, করোনার ঝুঁকি এড়াতে বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের সকল পর্যটন কেন্দ্র পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এরপর থেকে পর্যটন স্পট ও সৈকত জনশূণ্য হয়ে পিনপতন নীরবতা বিরাজ করছে। শুক্রবার থেকে বন্ধ হয়ে গেছে সেন্টমার্টিনগামী সকল পর্যটকবাহী জাহাজ। আবাসিক হোটেল, রেস্ট্যুরেন্ট, ক্যাফেসহ খাবার প্রতিষ্ঠানগুলো বন্ধে কোনো ঘোষণা না এলেও কলাতলীর তারকা হোটেল ও আবাসন প্রতিষ্ঠানগুলো ৫০-৬০ শতাংশ কর্মজীবীকে ছুটিতে পাঠিয়ে দিচ্ছে।
সায়ীদ আলমগীর/এফএ/এমএস