প্রবাসীর বিয়ে বন্ধ করে জরিমানা করলেন ইউএনও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ২০ মার্চ ২০২০

চাঁদপুরে এক প্রবাসীর বিয়ে বন্ধ করে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও বিদেশফেরত আরেক ব্যক্তিকে সর্তক করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) দুপুরে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ইউএনও কানিজ ফাতেমা জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলার ৩নং কল্যাণপুর ইউনিয়নে এক প্রবাসীর বিয়ে বন্ধ করে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে ৭নং তরপুরচন্ডী ইউনিয়নে বিদেশফেরত এক ব্যক্তি বাইরে ঘোরাফেরা করায় তাকে সতর্ক করে বাধ্যতামূলক ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

ইকরাম চৌধুরী/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।