টাঙ্গাইলে ১৮ ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ২০ মার্চ ২০২০
টাঙ্গাইলে ১৮ ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা

টাঙ্গাইল সদর ও গোপালপুর উপজেলায় করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি ও কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ১৮ ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২০ মার্চ) দুপুরে টাঙ্গাইল সদরের পার্ক বাজারে অভিযান চালিয়ে ১৩ জনকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম ও জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৯ জন পেঁয়াজ ব্যবসায়ী, একজন চাল ব্যবসায়ী ও তিনজন মুরগি ব্যবসায়ী।

আরও পড়ুন : 

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার বলেন, জনসাধারণের অভিযোগের প্রেক্ষিতে বাজারে গিয়ে দ্রব্যমূল্য বেশি রাখার সত্যতা পাওয়া যায়। পরে ১৩ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। প্রতিনিয়ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অপরদিকে গোপালপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচজন পেঁয়াজ ও চাল ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন।

আরিফ উর রহমান টগর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।