রামুতে আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১১:৪৫ এএম, ২১ মার্চ ২০২০

কক্সবাজারের রামুতে আগুনে তিনটি বসতঘর ভস্মীভূত হয়েছে। আগুনে নগদ টাকা, কৃষিপণ্য, বাড়ির আসবাব, গবাদি পশুসহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাতে উপজেলার চাকমারকুল ইউনিয়নের পূর্ব মোহাম্মাদপুরা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব মোহাম্মাদপুরা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ রফিকের ঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পার্শবর্তী রুস্তম আলী ও আলী আহাম্মদের বাড়িতে ছড়িয়ে পড়ে। পল্লী বিদ্যুৎ অফিসে খবর দেয়ার পর তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলে দমকল বাহিনীর সদস্যরা গ্রামবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত মোহাম্মদ রফিক বলেন, আগুন নিয়ন্ত্রণে আসতে আসতে ঘরে থাকা কাপড়, টেলিভিশন, ফ্রিজ, কম্পিউটার, আসবাবপত্র, চাল, ধান দুটি ছাগল ও নগদ টাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

দমকল বাহিনীর কর্মকর্তারা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার জানান, অগ্নিকাণ্ডের সময় একটি বিস্ফোরণ হয়েছে। এর কারণ খতিয়ে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের সরকারি সহযোগিতা দেয়ার ব্যবস্থা করা হচ্ছে।

সায়ীদ আলমগীর/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।