মানিকগঞ্জে হাট ও এনজিওর কিস্তি আদায় বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ২৩ মার্চ ২০২০

করোনাভাইরাস মোকাবেলায় মানিকগঞ্জের সাত উপজেলায় সাপ্তাহিক হাট ও এনজিওর কিস্তি আদায় বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। সোমবার (২৩ মার্চ) দুপুরে জেলা প্রশাসক এস এম ফেরদৌস এনজিওর ঋণ আদায় বন্ধ এবং স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ফৌজিয়া খান সাপ্তাহিক হাট বন্ধের নির্দেশ দিয়ে আলাদা বিজ্ঞপ্তি জারি করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে এবং জেলার মানুষের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে কিস্তি আদায় করা হলে জড়িত এনজিওর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে।

জেলা প্রশাসকের এই বিজ্ঞপ্তি জারির পর উপজেলা নির্বাহী অফিসাররা আলাদা পত্র জারি করেন।

এদিকে নির্দেশ জারি হওয়ার পর মানিকগঞ্জের শিবালয়ে সাপ্তাহিক বরংগাইল হাট বন্ধ করে দেয় প্রশাসন। ব্যবসায়ীদের আধাঘণ্টার নোটিশে হাটের মালামাল গুটিয়ে নিয়ে যেতে বলা হয়। সপ্তাহের প্রতি সোমবার ও বৃহস্পতিবার এই হাট বসে।

বি.এম খোরশেদ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।