কুমিল্লায় বিদেশফেরত ১৫ হাজার, কোয়ারেন্টাইনে ১৫৮৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ২৩ মার্চ ২০২০
প্রতীকী ছবি

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৫৮০ জন হোম কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত কুমিল্লায় এক হাজার ৫৮৩ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

সোমবার (২৩ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান।

তিনি আরও জানান, হোম কোয়ারেন্টাইনে থাকা অধিকাংশই প্রবাসী। করোনাভাইরাসে আক্রান্ত বিভিন্ন দেশ থেকে সম্প্রতি তারা বাংলাদেশে এসেছেন। কুমিল্লা জেলা পুলিশের তথ্য মতে গত ১ মার্চ থেকে বিভিন্ন দেশ থেকে ১৫ হাজারের বেশি প্রবাসী কুমিল্লায় এসেছেন। এতো অধিক সংখ্যক প্রবাসীর মধ্যে জেলায় মাত্র দেড় হাজার প্রবাসী হোম কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি করোনার ঝুঁকি ক্রমেই বাড়িয়ে তুলছে।

কামাল উদ্দিন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।