টেকনাফে ভারত থেকে আসা রোহিঙ্গা পরিবার কোয়ারেন্টাইনে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:৫১ পিএম, ২৩ মার্চ ২০২০
ফাইল ছবি

ভারত থেকে অবৈধভাবে কক্সবাজারের টেকনাফে আসা এক রোহিঙ্গা পরিবারকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সোমবার (২৩ মার্চ) দুপুরে দুই শিশুসহ চারজনের পরিবারটিকে টেকনাফের লেদা রোহিঙ্গা শিবির থেকে লেদা জাতিসংঘের অভিবাসন সংস্থার (আইওএম) হাসপাতালে কোয়ারেন্টাইনে নেয়া হয়।

টেকনাফের নয়াপাড়া ও লেদা রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ (সিআইসি) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

কোয়ারেন্টাইনে নেয়া পরিবারের সদস্যরা হলেন- মো. ছাদেক (২৫), তার স্ত্রী হোসনে আরা (২৩), ছেলে পারভেজ (৩) ও মেয়ে সাজেদা (১০ মাস)।

টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের চেয়ারম্যান মোহাম্মদ আলম স্থানীয় রোহিঙ্গা নেতাদের বরাত দিয়ে জানান, সোমবার ভোর ৫টার দিকে খুলনা হয়ে সড়কপথে রোহিঙ্গা ক্যাম্প-২৪ এর ‘ই’ ব্লকে মোস্তাক আহম্মেদ নামক এক ব্যক্তির বাসায় আসে ছাদেকের পরিবার। দুপুর ১২টার দিকে তাদের আসার খবর জানাজানি হলে পরিবারটিকে ক্যাম্প ইনচার্জ (সিআইসি) অফিসে নিয়ে যাওয়া হয়। পরে পরিবারটিকে কোয়ারেন্টাইনে রাখা হয়।

টেকনাফের নয়াপাড়া ও লেদা রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ (সিআইসি) আব্দুল হান্নান বলেন, রোববার রাতে ভারতের হায়দারাবাদ থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে পরিবারটি। ইতোমধ্যে তাদের ইউএনএইচসিআর ও আইওএমের কাছে হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, রোহিঙ্গারা টেকনাফকে ঝুঁকির মধ্যে ফেলছে। এরা ভারত থেকে আসার তথ্য সঠিকভাবে পাওয়ায় এদের কোয়ারেন্টাইনে নেয়া সম্ভব হয়েছে। তালিকাভুক্ত বিদেশফেরতদের অনেককেই খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে এরা রোহিঙ্গা। এদের কারণে উৎকণ্ঠা বাড়ছে।

সায়ীদ আলমগীর/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।