জনসমাগম ঠেকিয়ে কোয়ারেন্টাইন নিশ্চিত করবে সেনাবাহিনী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ২৪ মার্চ ২০২০

সাতক্ষীরায় আগামীকাল বুধবার (২৫ মার্চ) থেকে সেনাবাহিনী তাদের কার্যক্রম পরিচালনা করবে। মূলত জনসমাগম ঠেকাতে ও কোয়ারেন্টাইনে থাকা নিশ্চিতে কাজ করবেন সেনাবাহিনীর সদস্যরা। এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান।

তিনি বলেন, সেনাবাহিনী কি ধরনের কার্যক্রম পরিচালনা করবেন সেটি এখনও আমাদের কাছে পরিষ্কার নয়। তবে জনসমাগম ঠেকাতে ও কোয়ারেন্টাইনে থাকা নিশ্চিত করতে কাজ করবেন সেনাবাহিনীর সদস্যরা।

আকরামুল ইসলাম/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।