আইসোলেশনে ভর্তি যুবকের করোনার অস্তিত্ব মেলেনি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০১:৪০ পিএম, ২৫ মার্চ ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সাতক্ষীরা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা যুবকের শরীরে এমন কোনো অস্তিত্ব মেলেনি। তাকে যে কোনো মুহূর্তে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

সদর হাসপাতালে ভর্তি থাকা ওই যুবক শ্যামনগর উপজেলার বাসিন্দা। তিনি ভারতের মুম্বাই শহর থেকে ভোমরা বন্দর দিয়ে সম্প্রতি দেশে প্রবেশ করেছেন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াত জাগো নিউজকে বলেন, সর্দি, কাশি নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসে ওই যুবক। পরে তাকে সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরকে পাঠানো হয়।

তিনি জানান, মঙ্গলবার বিকেলে আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে ওই যুবকের শরীরের করোনার অস্তিত্ব মেলেনি। তাকে যে কোনো মুহূর্তে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হবে।

আকরামুল ইসলাম/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।