নারায়ণগঞ্জে মাস্ক ছাড়া বাইরে বের হলে কান ধরে ওঠবস
করোনাভাইরাসের সংক্রমণ রোধে নারায়ণগঞ্জের সড়ক-মহাসড়ক ও পাড়া-মহল্লায় জনসমাগম রোধে সেনাবাহিনী ও পুলিশ নিয়ে অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় জনসাধারণকে ঘরে অবস্থান করতে এবং বিনা কারণে রাস্তায় বের না হওয়ার জন্য মাইকিং করে সচেতন করা হয়।
শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিকের নেতৃত্বে শহর ও ফতুল্লার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
দুপুরে ফতুল্লার লঞ্চঘাট, পঞ্চবটি ও বিসিক এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিকের উপস্থিতিতে মাস্ক ছাড়া রাস্তায় বের হওয়ায় কয়েকজনকে কান ধরে ওঠবস করান সেনাবাহিনীর সদস্যরা। ইজিবাইকে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচলকারীদের সাবধান করা হয়। এছাড়াও বিনা কারণে রাস্তায় বের হলে কান ধরে ওঠবস এবং লাঠিচার্জ করা হয়।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক জানান, জনসমাগম ঠেকাতে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ সম্মিলিতভাবে কাজ করছে। কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। চায়ের দোকানগুলোতে আড্ডা না দেয়ার বলা হচ্ছে। নিত্য প্রয়োজনীয় দোকান, ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ রাখতে বলা হচ্ছে।
শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম